• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‍‍`নির্বাচকরা বিরাটের অর্ধেক ম্যাচও খেলেনি‍‍` 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:০৫ পিএম
‍‍`নির্বাচকরা বিরাটের অর্ধেক ম্যাচও খেলেনি‍‍` 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। কথা মতো কাজও করেছেন তিনি, বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের দায়িত্ব ছাড়েন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বিরাটকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলিকে সরিয়ে দেওয়ার বিষয়টা একেবারেই ভালো লাগেনি সাবেক অলরাউন্ডার কীর্তি আজাদের। এজন্য জাতীয় নির্বাচকদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 

নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী সাবেক তারকা কীর্তি আজাদ বলেন, 'যদি এটা নির্বাচকদের সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তাদের উচিত ছিল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা। আমি নিজেও যখন জাতীয় নির্বাচক ছিলাম, সাধারণত দল বেছে নেওয়ার পর তা বোর্ড সভাপতির কাছে পাঠানো হতো। বোর্ড প্রেসিডেন্ট দল দেখে নিয়ে তাতে সই করতেন। তারপরেই দল ঘোষণা করা হতো। দল বেছে নেওয়ার পর তা একবার দেখানোই কার্যত রীতি।'

সাবেক এই তারকা আরও বলেন, 'সুতরাং, তুমি যখন ক্যাপ্টেন বদলাচ্ছ, তখন বোর্ড প্রেসিডেন্টকে তা জানানো দরকার। বিরাট হতাশ নয়, তবে যেভাবে ওকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে, তাতে আঘাত পেয়েছে নিশ্চিত।'

এর পরেই বোর্ডে নিযুক্ত নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কীর্তি আজাদ। বলেন, 'সৌরভকে এই বিষয়ে জানানো হলে সে নিজে আলাদাভাবে কোহলির সঙ্গে কথা বলতে পারত। সবাই এটা বোঝে, তাই আলাদা করে বলার প্রয়োজন হয় না। নির্বাচকরা প্রত্যেকেই ভালো মানুষ। তবে তাদের সবার মিলিত অভিজ্ঞতার দিকে তাকান, বিরাটের অর্ধেক ম্যাচও হবে না।'

খেলা বিভাগের আরো খবর

Link copied!